Saturday, January 13, 2024

ভিসা ছাড়াই যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা


https://youtu.be/oHgyFpOpd20 

দুই হাতবিহীন ক্রিকেটারের ব্যাটিং-এ মুগ্ধ শচীন

https://youtu.be/E8d90dmqX0o 



গাজায় হামলার ১০০ দিন: যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ ৩০ দেশে বিক্ষোভ


 ওয়াশিংটনে বিক্ষোভকারীদের মধ্যে একটা বড় অংশই ছিলেন তরুণ। তাঁদের অনেকেই ঐতিহ্যবাহী কেফিয়াহ পরেছিলেন, ১৩ জানুয়ারি, ২০২৪ছবি: এএফপি

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের ৩০ দেশে গতকাল শনিবার হাজার হাজার ফিলিস্তিন-সমর্থক বিক্ষোভ করেছেন। গাজার প্রতি সংহতি জানিয়ে ডাক দেওয়া ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’-এর (আন্তর্জাতিক বিক্ষোভের দিন) অংশ হিসেবে রাজপথে নেমে তাঁরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের দাবি জানান।

গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাজ্যভিত্তিক কয়েকটি সংগঠনের জোটের পক্ষ থেকে গ্লোবাল ডে অব অ্যাকশনের ডাক দেওয়া হয়। এতে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডনসহ বিশ্বের ৩০টি দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

আরও পড়ুন

গণহত্যার মামলাকে ‘বিদ্বেষপ্রসূত’ বলল ইসরায়েল, অভিযোগের বিপক্ষে যুক্তরাষ্ট্র–জার্মানি

গণহত্যার মামলাকে ‘বিদ্বেষপ্রসূত’ বলল ইসরায়েল, অভিযোগের বিপক্ষে যুক্তরাষ্ট্র–জার্মানি

গতকাল শনিবার ছিল ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ৯৯তম দিন। এদিন এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। আজ রোববার এ যুদ্ধ ১০০তম দিনে গড়াল।

ওয়াশিংটনে বিক্ষোভকারীদের অনেকে ফিলিস্তিনি পতাকা ওড়াচ্ছিলেন। বিক্ষোভকারীদের মধ্যে একটা বড় অংশই ছিলেন তরুণ। তাঁদের অনেকেই ঐতিহ্যবাহী কেফিয়াহ পরেছিলেন।

শনিবার ওয়াশিংটনের বিক্ষোভে অংশ নেওয়া লোকজন স্লোগান দেন—‘এখনই যুদ্ধবিরতি কার্যকর করুন’, ‘ফিলিস্তিনকে মুক্ত করুন’, ‘গাজায় যুদ্ধের অবসান করুন’।

হোয়াইট হাউস থেকে সামান্য দূরে স্থাপিত একটি মঞ্চে কয়েকজন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবেগঘন বক্তব্য দিয়েছেন। গাজায় কীভাবে তাঁদের বন্ধু ও স্বজনদের হত্যা করা হয়েছে, তার বর্ণনা দিয়েছেন। এই ফিলিস্তিনিদের মূল নিবাস গাজা উপত্যকায়, তবে এখন তাঁরা মিশিগান, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে থাকেন।

ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা বন্ধ করে দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁরা।

বক্তব্য দেওয়া ফিলিস্তিনিদের একজন সমবেত মানুষদের উদ্দেশে বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়ার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সহজেই এসব বেপরোয়া কর্মকাণ্ড থামাতে পারেন।’

গাজায় যুদ্ধবিরতির দাবিতে শনিবার লন্ডনেও বিক্ষোভ হয়েছে। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লন্ডনে সপ্তমবারের মতো এ বিক্ষোভ হলো। লন্ডনের বিক্ষোভে নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার সেখানে প্রায় ১ হাজার ৭০০ পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছিল।

২৭ বছর বয়সী স্বাস্থ্যকর্মী মালিহা আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের দেখাতে চাই যে আমরা তাদের সঙ্গে আছি। তারা যেন আমাদের সরকারের বিপক্ষে আওয়াজ তুলতে পারে। ইসরায়েল যা করছে, তা চালিয়ে যেতে দিতে তারা খুব বড় ভূমিকা পালন করছে। যা হচ্ছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়।’

বিক্ষোভে মালিহার সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও অংশ নিয়েছিলেন।

দিপেশ কোথার নামের ৩৭ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, ‘বিশ্ব কিছুই করছে না—এটা এভাবে বসে বসে দেখতে থাকাটা অত্যন্ত হতাশার। এ কারণে আমরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকারের প্রতি আমাদের অসন্তোষ জানাতে এখানে এসেছি।’

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে ‘আল–আকসা ফ্লাড’ অভিযান চালায়। এতে ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে ১ হাজার ১৪০ জন নিহত হয়েছেন। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চলমান হামলায় এ পর্যন্ত ২৩ হাজার ৮০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।

মায়ামিতে মেসি–সুয়ারেজদের ২০ মিনিটের ‘সুন্দর ফুটবল’


 এক ফ্রেমে মেসি, সুয়ারেজ, বুসকেতস এবং আলবাএক্স

শুরু হয়ে গেছে ইন্টার মায়ামির নতুন মৌসুমের প্রস্তুতি। গতকাল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দলটির প্রথম দিনের অনুশীলনে সংবাদমাধ্যমের ক্যামেরা থেকে শুরু করে সমর্থকদের চোখ ছিল দুজনের ওপর—মেসি আর সুয়ারেজ। বার্সেলোনায় সতীর্থ হিসেবে দারুণ সব অর্জন মেসি-সুয়ারেজ জুটির। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দারুণ বন্ধু তাঁরা।

সেই বন্ধুত্বের টানেই এবার ইন্টার মায়ামিতে একত্র হলেন দুজন। প্রথম দিনের সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কথাও বলেছেন এই উরুগুইয়ান তারকা। এ সময় ইন্টার মায়ামিতে নিজের লক্ষ্যের বিষয়েও জানিয়েছেন। প্রথম দিনের অনুশীলন নিয়ে কথা বলেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনও। মেসি, সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবা মিলে অনুশীলনে সুন্দর ফুটবল উপহার দিয়েছেন বলেও মন্তব্য করেছেন এই আর্জেন্টাইন কোচ।

আরও পড়ুন

‘সুপার টিম’ নিয়েই প্রথম ম্যাচ খেলবেন মেসিরা

‘সুপার টিম’ নিয়েই প্রথম ম্যাচ খেলবেন মেসিরা

মায়ামিতে আসার আগে মেসি তাঁকে কী বার্তা দিয়েছিলেন, তা নিয়ে সুয়ারেজ বলেছেন, ‘মেসি আমাকে ইন্টার মায়ামি নিয়ে ভালো ভালো কথা বলেছে। সে যা বলেছে, তা আমার জন্য দারুণ ছিল।’


গত মৌসুমে মেসির হাত ধরে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপা জেতে ইন্টার মায়ামি। নিজের প্রথম চেষ্টাতেই দলকে লিগস কাপের শিরোপা এনে দেন এই আর্জেন্টাইন মহাতারকা। এবার ইন্টার মায়ামির চোখ সম্ভাব্য চার শিরোপাতেই—এমএলএস, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ এবং ইউএস ওপেন কাপ।
সুয়ারেজ বলেছেন, ‘আমরা কেন চারটি শিরোপাই জিততে পারব না? এটা আসলে আমাদের ওপর নির্ভর করছে। আমরা বিষয়টা নিয়ে কথা বলতে পারি। তবে আমাদের এটা কাজ, নিবেদন ও আত্মত্যাগের মাধ্যমে মাঠেই করে দেখাতে হবে।’

আরও পড়ুন

সুয়ারেজকে মেসির সতীর্থ হিসেবে কবে পরিচয় করিয়ে দেবে মায়ামি

সুয়ারেজকে মেসির সতীর্থ হিসেবে কবে পরিচয় করিয়ে দেবে মায়ামি

আসছে মৌসুমকে সামনে রেখে প্রথম দিনের অনুশীলন নিয়ে ইন্টার মায়ামির কোচ মার্তিনো বলেছেন, ‘আমরা ২০ মিনিটের ফুটবল দিয়ে শেষ করেছি। এই ২০ মিনিটে চারজন (মেসি, সুয়ারেজ, বুসকেতস, আলবা) দেখিয়েছে, তারা একসঙ্গে খেলাটা ভুলে যায়নি। এটা ছিল ২০ মিনিটের সুন্দর ফুটবল।’

২০ জানুয়ারি এল সালভাদরের বিপক্ষে প্রথম প্রাক্‌-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এরপর তারা খেলবে এফসি ডালাস, নেইমারের ক্লাব আল হিলাল, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর, হংকং লিগ টিম, ভিসেল কোবে ও মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের সঙ্গে।

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর এক এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহেদুজ্জামান ওরফে পলাশ (৩৫) পূর্ব মির্জানগর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে। তবে কে বা কারা শাহেদুজ্জামানকে খুন করেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।

শাহেদুজ্জামান পূর্ব মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে কাঁচি প্রতীকের পোলিং এজেন্ট ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহা. আতাউর রহমান ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে জাল ভোট ও অবৈধ প্রভাব বিস্তারের প্রতিবাদ করায় ৭ জানুয়ারির নির্বাচনের দিন থেকে স্থানীয় নৌকা প্রতীকের সমর্থকেরা শাহেদুজ্জামানকে নানা হুমকি দিয়ে আসছেন। এই জেরে তাঁকে খুন করা হতে পারে বলে তাঁর ধারণা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।

তবে স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নৌকা প্রতীকের বিজয়ী সংসদ সদস্য মোরশেদ আলম। প্রথম আলোকে তিনি বলেন, তিনি গত ১০ বছর নোয়াখালী-২ আসনে সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ এই সময়ে এলাকায় কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা কিংবা হত্যাকাণ্ড ঘটেনি। নির্বাচনে পরাজিত প্রার্থী তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচারে নেমেছেন। তবে হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য সোনাইমুড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

ভোটকেন্দ্রের পাশে দুই পক্ষের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ৫

ভোটকেন্দ্রের পাশে দুই পক্ষের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ৫

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে পূর্ব মির্জানগর গ্রামের নিজ বাড়ির পাশের খালি জায়গায় রক্তাক্ত অবস্থায় শাহেদুজ্জামানের লাশ পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তাঁর কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বিষয়টি সোনাইমুড়ী থানা–পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

শাহেদুজ্জামানের স্ত্রীর বরাত দিয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শাহেদুজ্জামান একসময় বিদেশে থাকতেন। দেশে আসার পর এলাকায় মাছ ও মুরগির খামার করেন। স্ত্রী নিয়ে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন। দিনের বেলায় নিজের বাড়িতে আসতেন এবং খামার দেখাশোনা করতেন। গতকাল রাত সাড়ে আটটার দিকে শাহেদুজ্জামানের সঙ্গে তাঁর স্ত্রীর মুঠোফোনে ভিডিও কলে সর্বশেষ কথা হয়েছিল।

আরও পড়ুন

নোয়াখালীর চার আসনে নৌকা-স্বতন্ত্র হাড্ডাহাড্ডি

নোয়াখালীর চার আসনে নৌকা-স্বতন্ত্র হাড্ডাহাড্ডি

তবে কে বা কারা শাহেদুজ্জামানকে খুন করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি বখতিয়ার উদ্দিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত শাহেদুজ্জামান সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর এজেন্ট ছিলেন কি না, তা তিনি নিশ্চিত নন। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচনে নোয়াখালী-২ আসনে মোরশেদ আলম নৌকা প্রতীকে ৫৬ হাজার ১৮৬ ভোট পেয়ে জয়ী হন। স্বতন্ত্র (কাঁচি) প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া পান ৫২ হাজার ৮৬৩ ভোট।

 

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

 


যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি ফিরোজ আলম

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভানিয়ার ডেলাওয়ার কাউন্টির ক্রামলিনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীর নাম ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে।

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ফিরোজ আলম নিহত হওয়ার পর স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে
ছবি: সংগৃহীত

পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশের বরাত দিয়ে নিহত ফিরোজ আলমের প্রতিবেশী প্রবাসী মেজবাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গতকাল সকাল ১০টার দিকে একটি টয়োটা কার ফিরোজ আলমের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে এবং নিহত ফিরোজ আলমের লাশ উদ্ধার করে।

নিহতের চাচাতো ভাই আবদুল করিম বলেন, দেশে থাকতে ফিরোজ আলম কোম্পানীগঞ্জ উপজেলার নূরজাহান আসমত চৌধুরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। দেড় বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেখানে কাজের অনুমতি পাওয়ার পর যাত্রী পরিবহন সেবা উবারে কাজ নেন। ক্রামলিনের আপারডাবিতে বসবাস করতেন তিনি। দেশে তাঁর দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী আছেন।