Wednesday, January 24, 2024

অন্যের সুখ দেখলে কেন খারাপ লাগে, জানেন?


 অন্যের সুখ সবাই সইতে পারে না। অন্যের সুখ আপনার কোনো ক্ষতির কারণ নয়, তবু হয়তো আপনি তা মেনে নিতে পারেন না। আপনি যদি এমন প্রকৃতির হয়ে থাকেন, তাহলে জেনে রাখুন, এই দলে আপনি একা নন; আরও অনেকেই আছেন। এই খারাপ লাগাই হলো মানবমনের এক অদ্ভুত বৈশিষ্ট্য।

রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক বলেন, ‘মানবমনের একটা অংশের তাড়না থাকে—যা আমি চাই, তা আমাকে পেতেই হবে। অন্যের সঙ্গে যখন এমন কোনো দারুণ ঘটনা ঘটে, যা আপনি নিজের জন্য চাইছেন কিন্তু পাচ্ছেন না, তখন আপনার মনে নেতিবাচকতা সৃষ্টি হতে পারে। এটি একেবারেই অস্বাভাবিক কিছু নয়। এমনকি ওই ব্যক্তি যদি আপনার বন্ধুও হন, তবু সাময়িক ঈর্ষায় ছেয়ে যেতে পারে আপনার মন।’

সবাই স্বাভাবিকভাবে সবকিছুকে গ্রহণ করতে পারেন না। তবে কেউ তা প্রকাশ করেন, কেউ করেন না। যে কারও সুখের সংবাদে এই নেতিবাচক অনুভূতি থেকে নিজেকে আপনি বের করে আনার চেষ্টা করছেন কি না, সেটি গুরুত্বপূর্ণ। হিংসার বশবর্তী হয়ে অন্যের ক্ষতি করে ফেলারও বহু নজির সমাজে রয়েছে। ঈর্ষান্বিত বোধ করলে তা থেকে বের হয়ে আসার কৌশলও রয়েছে। যে যা পেয়েছে, তা তো পেয়েছেই। আপনি বরং উদ্যমী হয়ে নিজেকে আরও ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করুন।

বন্ধু এক সেমিস্টারে ভালো ফল করেছেন, আপনি নাহয় পরেরবার দ্বিগুণ পরিশ্রম করুন। অবশ্যই মনে রাখবেন, সবার মেধা ও স্মৃতিশক্তি এক রকম নয়। তাই নিজের সাধ্যের সবটা দিয়ে চেষ্টা চালিয়ে যান। কেউ পারিবারিক জীবনে সুখী, আপনি হয়তো তেমন সুখী নন। নিজের পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য কী করা যায়, সেটা ভাবুন। নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিন। অন্যের খবরটি শোনার পর নিজের মধ্যে কী কী ঘাটতি আছে, খুঁজে বের করার চেষ্টা করুন। অনেক সময় এই তুলনা থেকে নিজেকে হয়তো খানিকটা এগিয়েই রাখলেন, অন্যদের মতামত থেকেও নিজেকে মূল্যায়নের চেষ্টা করুন।

কেউ পারিবারিক জীবনে সুখী, আপনি হয়তো তেমন সুখী নন। নিজের পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য কী করা যায়, সেটা ভাবুন। প্রতীকী ছবির মডেল তিথি, প্রিন্স ও ইভা
কেউ পারিবারিক জীবনে সুখী, আপনি হয়তো তেমন সুখী নন। নিজের পারিবারিক সম্পর্কের উন্নতির জন্য কী করা যায়, সেটা ভাবুন। প্রতীকী ছবির মডেল তিথি, প্রিন্স ও ইভা
ছবি: সুমন ইউসুফ

এমন আরও কিছু উপায় জেনে নেওয়া যাক ফোর্বস সাময়িকী থেকে—

তুলনা করবেন না

অন্যের জীবনের সঙ্গে নিজের তুলনা করবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের ছবি বা পোস্ট দেখে নিজেকে অসুখী লাগতে পারে। কিন্তু মনে রাখবেন, এমন তুলনা আপেল আর কমলার মধ্যে তুলনা করার মতোই বোকামি। আপেল যেমন নিজের জায়গায় চমৎকার, তেমনি তো কমলাও। একটিকে অন্যটির সঙ্গে তুলনা করলে নেতিবাচকতাই বাড়বে।

অন্যের সাফল্য কিন্তু নিজের ব্যর্থতা নয়

কেউ ভালো বেতন পাচ্ছেন। এর মানে কিন্তু এই নয় যে তিনি আপনার বেতনে ভাগ বসাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হলো, জীবন কোনো দৌড় প্রতিযোগিতা নয়। জীবনে সময়ের চেয়ে দামি আর কিছু নেই। অন্যকে হিংসা করতে গিয়ে আপনি কিন্তু সময় খোয়াচ্ছেন, বরং সেই সময়টা নিজের সাফল্যের পেছনে ব্যয় করতে পারেন।

আরও পড়ুন

আপনি কি ঝগড়ার সময় রাগ নিয়ন্ত্রণ করতে পারেন

জীবনের বিস্তৃত পরিসর নিয়েও ভাবুন

সবার জীবনেই কোনো না কোনো দুঃখ থাকে। যে বিষয় নিয়ে আপনি কাউকে হিংসা করছেন, তিনি হয়তো তার চেয়েও বড় কোনো বিষয়ে মনঃকষ্টে আছেন। তাই কখনোই ভাববেন না, ‘ও তো জীবনে সব পেল, আমারই কিছু হলো না।’ আপনি বরং নিজে কী কী পেলেন, যা ওই মানুষের নেই, সেটা একবার ভেবে দেখুন।

‘আমার সঙ্গে অন্যায় হয়েছে’, এ ভাবনা দূরে রাখুন

কোনো কিছুর জন্য দুজন মানুষই শ্রম দিয়েছেন, কিন্তু তা হয়তো পাবেন একজনই। ধরে নেওয়া যাক, আপনি বঞ্চিত হলেন। তাতেই কিন্তু ভেবে বসবেন না যে আপনার সঙ্গে অন্যায় হয়েছে। ‘ও তো কম কষ্ট করেই সব পেয়ে গেল’—এমনটাও ভাববেন না। জীবনের কোনো বাঁকে আপনি বরং আরও ভালো কিছু পাবেন, যা হয়তো নিজেও জানেন না। তাই ভালো কাজে শ্রম দিন।

সাফল্যের নতুন সংজ্ঞা তৈরি করুন

অর্থবিত্ত, পদোন্নতি আর দৃশ্যমান অন্যান্য সাফল্য ছাড়াও জীবনে এমন কিছু অদৃশ্য বিষয় থাকে, যা কেবল অনুভব করা যায়। আপনি কোনটা চান, সেটা প্রথমে ঠিক করুন। সে পথেই এগিয়ে চলুন। এ পথে আপনি নিজেকে কেবল তুলনা করবেন নিজের সঙ্গেই। এ পথে আপনার অবস্থানের উন্নতির চেষ্টা করুন। অন্যকে নিয়ে মাথা ঘামানোরই প্রয়োজন নেই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের


বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের (ইসি) প্রেসিডেন্ট চার্লস মিশেল।

শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনবার্তায় চার্লস মিশেল লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি আপনি পুনর্নিয়োগ পাওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।’

ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদি অংশীদার বলে উল্লেখ করেন চার্লস মিশেল। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও অন্যান্য সব অভিন্ন স্বার্থের বিষয়ে একত্রে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের সহযোগিতাকে বিস্তৃত, আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির আলোচনা শিগগির শুরু হবে।’

চার্লস মিশেল আরও বলেন, ‘এই চুক্তি আগামী বছরগুলোতে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটি শক্ত কাঠামো তৈরি করবে।’

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারত্বের কাঠামোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের অংশীদারত্বকে সমুন্নত রাখতে এবং তা এগিয়ে নিতে এই সম্পর্কের ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে যাবে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সার্বিক সাফল্য কামনা করে চার্লস মিশেল তাঁর চিঠি শেষ করেছেন। শেষে তিনি লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, দয়া করে আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।’


Tuesday, January 23, 2024

নতুন সংসদ সদস্যদের ৬৭ শতাংশ ব্যবসায়ী, ৯০ শতাংশ কোটিপতি: সুজন

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের প্রায় ৬৭ শতাংশ ব্যবসায়ী। নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রায় ৯০ শতাংশই কোটিপতি। একাদশ জাতীয় সংসদের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ও কোটিপতি সংসদ সদস্যের সংখ্যা বেড়েছে।

সদ্য শেষ হওয়া নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ মঙ্গলবার সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তথ্য উপস্থাপন’ করে সুজন। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে সংসদ সদস্যদের ৬৬ দশমিক ৮৯ শতাংশ ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন ১৮৫ জন বা মোট সংসদ সদস্যের ৬১ দশমিক ৬৬ শতাংশ।

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১ কোটি টাকার বেশি সম্পদ আছে ২৬৯ জনের। শতকরা হিসাবে ৮৯ দশমিক ৯৭ শতাংশ সংসদ সদস্যের সম্পদ কোটি টাকার ওপরে। একাদশ জাতীয় সংসদে ১ কোটি টাকার বেশি সম্পদশালী সংসদ সদস্য ছিলেন ২৪৭ জন বা ৮২ দশমিক ৩৩ শতাংশ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একাদশ সংসদের তুলনায় এবার উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যাও কিছুটা বেড়েছে। এবারের সংসদ সদস্যদের ৮২ দশমিক ৬০ শতাংশ স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একাদশে এই হার ছিল ৮১ শতাংশ।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, সব তথ্যের মূল ভিত্তি হলো প্রার্থীদের দেওয়া হলফনামা। কিন্তু নির্বাচন কমিশন হলফনামার তথ্য যাচাই-বাছাই করে না। হলফনামায় অনেক ক্ষেত্রে তথ্য গোপন এবং বিভ্রান্তিমূলক তথ্য আছে। যে উদ্দেশ্যে আদালত প্রার্থীদের হলফ নামায় তথ্য দিতে বাধ্যতামূলক করেছিলেন, তার উদ্দেশ্য পূরণ হচ্ছে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একপক্ষীয় হয়েছে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে আছে যথার্থ বিকল্প থাকা, সবার জন্য সমতল ক্ষেত্র থাকা, ফলাফল ঘোষণার আগপর্যন্ত ফলাফল কী হবে, তা অজানা থাকা, ক্ষমতার রদবদলের সুযোগ থাকা ইত্যাদি। এর মধ্যে এবারে নির্বাচনে অনেক বৈশিষ্ট্য ছিল না।

Sunday, January 21, 2024

বিশ্ব রেকর্ড গড়া ব্যাটসম্যান ডাক পেলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে

 

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে নতুন মুখ জ্যাক ফ্রেজার–ম্যাকগার্কইনস্টাগ্রাম/ফ্রেজার–ম্যাকগার্ক

৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ডটি এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। আর ৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের বিশ্ব রেকর্ড জ্যাক-ফ্রেজার-মাকগার্কের, যে শতকটি হয়েছে মাত্র ২৯ বলে।

২১ বছর বয়সী ফ্রেজার-মাকগার্ক প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন। আগামী মাসে হতে যাওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দলে গ্লেন ম্যাক্সওয়েলের বদলি করা হয়েছে তাঁকে।

২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা করা হয়েছে সপ্তাহ দুয়েক আগেই। সেই দল থেকে চোটে ছিটকে গেছেন ঝাই রিচার্ডসন, আর ম্যাক্সওয়েলকে দেওয়া হয়েছে বিশ্রাম। দুজনের বদলি হিসেবে ডাকা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা জাভিয়ের বার্টলেট এবং ম্যাকগার্ককে।

ম্যাকগার্ক গত বছরের ৮ অক্টোবর মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে শতক স্পর্শ করেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে ডি ভিলিয়ার্সের দ্রুততম শতকের রেকর্ডটি ভেঙে দেয়। লিস্ট ‘এ’ আইসিসি স্বীকৃত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণগুলোর একটি। ৫০ ওভারের বিভিন্ন দেশের ঘরোয়া প্রতিযোগিতা, ওয়ানডে এবং আইসিসির ওয়ানডে মর্যাদা না পাওয়া দেশগুলোর কিছু আন্তর্জাতিক ম্যাচ লিস্ট ‘এ’র অন্তর্ভুক্ত।


ক্যারিবীয় ‘ভেড়ার পালের’ মেন্টর ব্রায়ান লারা

ক্যারিবীয় ‘ভেড়ার পালের’ মেন্টর ব্রায়ান লারা

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পাওয়ার মুহূর্তে দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলছিলেন ম্যাকগার্ক। যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে ২৫ বলে ৫৪ রানের একটি ইনিংসও খেলেছেন।

ক্যারিবীয়দের বিপক্ষে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরার ওয়ানডে তিনটির জন্য নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। টেস্টের নিয়মিত মুখ মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডও পেয়েছেন বিরতি। সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। এটি হতে যাচ্ছে ডেভিড ওয়ার্নারের অবসর-পরবর্তী অস্ট্রেলিয়ার প্রথম সিরিজ।

জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ক বিগ ব্যাশের নিয়মিত মুখ
জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ক বিগ ব্যাশের নিয়মিত মুখ
ইনস্টাগ্রাম/ফ্রেজার–ম্যাকগার্ক

অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবোট, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, জ্যাক ফ্রেজার-মাকগার্ক, ল্যান্স মরিস, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়ার ইচ্ছা ছিল, তবে...


 কলেজে পড়ার সময় থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন, কাজ করেন কপিরাইটার হিসেবে। বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে কাজের সুবাদেই মডেলিংয়ের প্রস্তাব পান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

২ / ৬
এই অভিনেত্রী আর কেউ নন, রাশি খান্না। সুজিত সরকারের ‘মাদ্রাজ ক্যাফে’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় দেখা যায় তাঁকে। পরে নিয়মিত তাঁকে দেখা যায় দক্ষিণি সিনেমায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এই অভিনেত্রী আর কেউ নন, রাশি খান্না। সুজিত সরকারের ‘মাদ্রাজ ক্যাফে’ দিয়ে প্রথমবার হিন্দি সিনেমায় দেখা যায় তাঁকে। পরে নিয়মিত তাঁকে দেখা যায় দক্ষিণি সিনেমায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন

তিন কারণে ‘যোদ্ধা’য় রাশি

তিন কারণে ‘যোদ্ধা’য় রাশি
৩ / ৬
এখন অভিনয়ে নিয়মিত হলেও রাশি খান্না আদতে অভিনয়েই আসতে চাননি। চেয়েছিলেন আইএএস কর্মকর্তা হতে। কিন্তু রাশি খান্না যখন ভারতের ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাঁর সামনে খুলে যায় অভিনয়ের দরজা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এখন অভিনয়ে নিয়মিত হলেও রাশি খান্না আদতে অভিনয়েই আসতে চাননি। চেয়েছিলেন আইএএস কর্মকর্তা হতে। কিন্তু রাশি খান্না যখন ভারতের ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাঁর সামনে খুলে যায় অভিনয়ের দরজা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
‘ওহালু গুসাগুসালাদে’, ‘ইমাইক্কা নদিগাল’, ‘ভিলেন’, ‘বেঙ্গল টাইগার’, ‘সুপ্রিম’,‘থোলি প্রেমা’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে তাঁকে। তামিল, তেলেগু, মালয়লমসহ বিভিন্ন দক্ষিণি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘ওহালু গুসাগুসালাদে’, ‘ইমাইক্কা নদিগাল’, ‘ভিলেন’, ‘বেঙ্গল টাইগার’, ‘সুপ্রিম’,‘থোলি প্রেমা’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে তাঁকে। তামিল, তেলেগু, মালয়লমসহ বিভিন্ন দক্ষিণি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
এ ছাড়া অভিনয় করেছেন আরেকটি আলোচিত সিরিজ ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এ। এ সিরিজে তাঁকে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এ ছাড়া অভিনয় করেছেন আরেকটি আলোচিত সিরিজ ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এ। এ সিরিজে তাঁকে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৬
চলতি বছর হিন্দি ও দক্ষিণি সিনেমা মিলিয়ে পাঁচটি সিনেমা মুক্তি পাবে রাশির। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
চলতি বছর হিন্দি ও দক্ষিণি সিনেমা মিলিয়ে পাঁচটি সিনেমা মুক্তি পাবে রাশির। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে