Monday, May 14, 2018

ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, খুলনা






জেলা খুলনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত
মোঃ ফয়সাল
পিং-মৃত শেখ ইনছাদ আলী
ইমামা বেগম
জং-মফিজুর রহমান বিশ্বাস
সাহিদা বেগম
জং-মৃত শেখ ইনছাদ আলী
সর্বসাং-দামোদর, থানা-ফুলতলা
জেলা-খুলনা
 
বনাম
নুরে আলম মল্লিক
পিতা মৃত সুলতান আহম্মদ
সাং+পোষ্ট-দামোদর, থানা-ফুলতলা
জেলা-খুলনা
মোঃ শহিদ সরদার
রেজাউল সরদার
আজিজুর সরদার
আনছিুর সরদার
রহিমা খাতুন
সর্বপিং-মৃত সুলতান সরদার
সর্বসাং-আলকা, ফুলতলা, খুলনা
আব্দুল জলিল শেখ
পিতা-সাখাওয়াত হোসেন
সাং-দামোদর, পোঃ ফুলতলা
জেলা-খুলনা
আহম্মদ আলী সরদার
পিতা-মহাতাপ উদ্দিন সরদার
সাং-ধুলগ্রাম, পোঃ সিদ্দিপাশা
থানা-অভয়নগর, জেলা-যশোর
সহকারী সেটেলমেন্ট অফিসার
উপজেলা-ফুলতলা, জেলা-খুলনা
১০ সহকারী কমিশনার ভুমি উপজেলা-ফুলতলা,জেলা-খুলনা
১১ জোনাল সেটেলমেন্ট অফিসার
জোনাল সেটেলমেন্ট অফিস, বয়রা থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা
১২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পক্ষে, জেলা প্রশাসক, খুলনা
------------------------বিবাদী
মোকর্দ্দমাঃ-আর,এস রেকর্ড সংশোধন বাবদ দাবী

নির্ধারিত কোট ফি-১০০০ টাকা
                        চলমান পাতা-০২











পাতা নং-০২
বাদীর নালিশী বিবরণ এই যে,
অত্রাদালতের এলাধীন জেলা খুলনা থানা ফুলতলার অর্ন্তগত মৌজা ১৮ নং দামোদর এর মধ্য এস,এ খতিয়ান নং-৬৩৭ দাগ নং-৪০২ সম্পত্তি ১.৩৪ একর যাহার বি,আর,এস খতিয়ান নং-৪৮৬৭ দাগ নং-১২৬১ সম্পত্তি ০.০৫০০ একর  ও বি,আর,এস দাগ নং ১২৬২ সম্পত্তি ০.১৩০০ একর একুনে ০.১৮০০ একরের মধ্য ০.০৭০০ একর ও বি,আর,এস খতিয়ান নং-৩০৭২ দাগ নং-১২৬৭ সম্পত্তি ০.০৭০০ একরের মধ্য ০.০০৭৫ একর একুনে (.০৭০০+.০০৭৫)=.০৭৭৫ একর বাদী দাবীকৃত নালিশী সম্পত্তি হইতেছে যাহার বিষদ বিবরণ নিম্নে দফায় দফায় বর্নিত হইল

নালিশী ৬৩৭ নং এস,এ খতিয়ানের রেকর্ডীয় মালিক ছিলেন জগন্নাথ মল্লিক 1& অংশ জগন্নাথ মল্লিক নালিশী ভুমিতে ভোগদখলকার থাকা কালে গত ইং-১০/০৯/১৯৬২ তারিখে ২৮৭৬/৬২ নং কোবলা দলিল মুলে ০.৬৭০০
একর সম্পত্তি () সুলতান সরদার () মোন্তাজ সরদারের বরাবর বিক্রয় করিয়া দখল হস্তান্তর করেন ঐ একই তারিখ অর্থাৎ গত ইং-১০/০৯/১৯৬২ তারিখের ২৮৭৭/৬২ নং কোবলা দলিল মুলে ০.৬৭০০ একর সম্পত্তি আছিয়া খাতুন ও ফুলজান বিবির নিকট বিক্রয় করিয়া দখল হস্তান্তর করেন খরিদা সূত্রে  সুলতান সরদার ৷. আনা মোন্তাজ সরদার ৷. আনা আছিয়া খাতুন ৷. আনা অংশ ও ফুলজান বিবি ৷. অংশে মোট ১.৩৪ একর সম্পত্তির মালিক হন ও খাষে ভোগদখলকার থাকেন

নালিশী সম্পত্তির খরিদাসুত্রে মালিক সুলতান সরদার গত ইং-০৮/০৯/৮০ তারিখ ২০৬২/৮০ নং কোবলায় ০.০০৭৫ একর সম্পত্তি জনৈক আজগর আলী বরাবর হস্তান্তর করেন আজগর আল ভোগদখলকার থাকা কালীন গত ইং-১৫/০২/৯৫ তারিখে ২৬১/৯৫ নং কোবলা মুলে ০.০০৭৫ একর সম্পত্তি শেখ ইনছাদ আলী বরাবর হস্তান্তর পূর্বক চিরতরে নিস্বত্তবান হন

খরিদ সুত্রে নালিশী সম্পত্তির ৷. আনা অংশের মালিক মোন্তাজ সরদার ভোগদখলকার থাকা কালীন নিম্নে বর্নিত মতে গত ইং-১৯/০৬/৮১ তারিখ ১১৮৩/৮১ নং কোবলা মুলে ০.০৬২৫ একর সম্পত্তি ইনছাদ আলী বরাবর হস্তান্তর করেন গত ইং-০৯/০৩/৮৯ তারিখের ৭৫০/৮৯ নং বিনিময় দলিল মুলে ০.০৫০০ একর সম্পত্তি ইনছাদ আলী বরাবর হস্তান্তর করেন গত ইং-২৫/০৪/৯২ তারিখের ৫৩৬/৯২ নং কোবলা মুলে ০.০৬২৫ একর সম্পত্তি ইনছাদ আলী বরাবর হস্তান্তর করেন গত ইং-২৫/০৪/৯২ তারিখের ৫৩৫/৯২ নং বিনিময় দলিল মুলে ০.০৫০০ একর সম্পত্তি শেখ ইনছাদ আলী বরাবর হস্তান্তর করেন গত ইং-১৭/০৫/৯৪ তারিখের ৭৬৯/৯৪ নং কোবলা মুলে ০.০২৫০ একর সম্পত্তি শেখ ইনছাদ আলী বরাবর হস্তান্তর করেন

খরিদা সূত্রে ফুলজান বিবি নালিশী সম্পত্তির ৷. আনা অংশে ভোগদখলকার থাকা কালীন গত ইং-১৯/০৬/৮১ তারিখের ১১৮৪/৮১ নং কোবলা দলিল মুলে ০.০৬০০ একর সম্পত্তি শেখ ইনছাদ আলী বরাবর হস্তান্তর করেন গত ইং- ২১/০৩/৯৫ তারিখের ৪৩৬/৯৫ নং বিনিময় দলিল মুলে ০.০২৫০ একর সম্পত্তি শেখ ইনছাদ আলী বরাবর হস্তান্তর পূর্বক  দখল প্রদান করেন
          এমতে শেখ ইনছাদ আলী খরিদা সূত্রে ০.০০৭৫ +.০৬২৫+.০৫০০+.০৬২৫ +.০৫০০ +.০২৫০ +.০৬০০ +.০২৫০)= .৩৪২৫ একর সম্পত্তি প্রাপ্ত হইয়া খাষে স্বত্ত্ববান ও দখলকার থাকা কালীন গত ই-২৪/০২/২০০০ তারিখে ২২৩ এওয়াজ বিনিময় দলিলে জনৈক নুরে আলম বরাবর ০.২০০০ একর এবং গত ইং- ২৪/০২/৯২ তারিখের ৫৩৫ নং এওয়াজ বিনিময় দলিল মুলে জনৈক আব্দুল মজিদ জমাদ্দার বরাবর ০.০২৫০ একর সম্পত্তি হস্তান্তর পূর্বক দখলদারী বুঝিয়া দেওয়ায় শেখ ইনছাদ আলীর বক্রী ০.১১৭৫ একর সম্পত্তি থাকে এবং কৃত চিহ্নিত ভোগদখলে থাকেন ইনছাদ আলীর ক্রয় মুলে সকল শরীকদের আপোষবন্টন মতে সি,এস ও এস,এ ৪০২ দাগে ০.১১৭৫ একর সম্পত্তিতে খাষে স্বত্ত্ববান ও দখলকার থাকা কালীন জরিপে ভুল বশত ইনছাদ



চলমান পাতা-০৩











পাতা নং-০৩

আলির নামে বি,আর,এস ১৩৫২ নং খতিয়ানে ০.১১৭৫ একর সম্পত্তির স্থলে ০.০৪০০ একর সম্পত্তি রেকর্ড হয় এবং বক্রি ০.০৭৭৫ একর সম্পত্তি বি,আর,এস ৪৮৬৭ নং খতিয়ানে ১২৬১ দাগে ০.০১০০ একর ও ১২৬২ দাগে ০.০৬০০ একর একুনে ০.০৭০০ একর সম্পত্তি ১ নং বিবাদীর নামে এবং বি,আর,এস ৩০৭২ নং খতিয়ানে ১২৬৭ দাগে বাদীপক্ষের ০.০০৭৫ একর সম্পত্তি ২ থেকে ৮ নং বিবাদীর নামে ভ্রমাত্বকভাবে রেকর্ড হইয়াছে উক্ত বি,আর,এস ৪৮৬৭ নং খতিয়ানের ১২৬১ দাগ হইতে ০.০১০০ একর ও ১২৬২ দাগ হইতে ০.০৬০০ একর একুনে ০.০৭০০ একর সম্পত্তি ১ নং বিবাদীর নাম হইতে প্রয়োজনীয় অংশ কর্তন হইয়া বাদীগণের পূর্বাধিকারী শেখ ইনছাদ আলীর নামে এবং একই ভাবে বি,আর,এস ৩০৭২ নং খতিয়ান ১২৬৭ দাগ হইতে ০.০০৭৫ একর সম্পত্তি ২ তেকে ৮ নং বিবাদীর নামের অংশ হইতে কর্তন হইয়া বাদীদের পূর্বাধিকারী শেখ ইনছাদ আলীর নামে একুনে ০.১১৭৫ একর সম্পত্তি রেকর্ড হওয়া উচিত ছিল

উপরোক্ত বর্ননা মতে শেখ ইনছাদ আলীর ০.১১৭৫ একর সম্পত্তিতে শান্তিপূর্ন ভোগদখল ও বসবাস করিয়া আসিতে থাকা কালীন আর,এস জরিপ আরম্ভ হয় ঐ সময় শেখ ইনছাদ আলী অতিশয় বৃদ্ধ ও রোগাক্রান্ত থাকায় বর্তান জরিপের রেকর্ডের ভার অর্পন করেন একান্ত বিশ্বাষ ভাজন ১ নং বিবাদী ২ থেকে ৮ নং বিবাদীর পূর্বে উর্ত্তাধীকারী দ্বয়ের উপর ন্যাস্ত থাকে কিন্তু ১ নং বিবাদী ও ২ তেখে ৮ নং বিবাদীর পূর্বাধীকারী দ্বয়  লোভের বশে ও অবৈধভাবে লাভবান হওয়ায় হিন মানসে জরিপ কর্মকর্তাগনের সহিত অবৈধ যোগাযোগে পাওনার অধিক সম্পত্তি রেকর্ড করিয়া লইয়াছেন ঐ রুপ ভ্রমাত্বক হইলেও ১ নং বিবাদী ও ২ থেকে ৮ নং বিবাদী পূর্বাধীকারীগণ বাদীর সম্পত্তি দাবী করেন নাই ও ভোগদখলে বিঘ্ন ঘটান নাই বা বিঘ্ন ঘটাইবার কোন কারনও ছিল না বর্তমানেও নাই

শেখ ইনছাদ আলী  .১১৭৫ একর সম্পত্তি ভোগবান ও দখলকার থাকাকালীন মৃত্যুবরন কালিন তাহার ১ পুত্র মোঃ ফয়সাল, ১ কন্যা ইমামা বেগম ও ১ স্ত্রী সাহিদা বেগম ওয়ারিশ অর্থাৎ বাদীগণ ওয়ারেশ জীবিত থাকেন বাদীগণ তাহাদের পূর্বোধীকারীর ন্যায় শান্তিপূর্ন ভোগদখলে আছেন ঐরুপ ভ্রমাত্বক রেকর্ড বিষয়ে বাদীগণ পূর্বে কখনো জানিতে পারেন নাই বা জানতেন না বাদীগণ ইতি পূর্বে গত ইং-------------------------------তারিখে তহশিল অফিসে খাজনা দিতে যাইয়া ভ্রমাত্বক রেকর্ড বিষয়ে অবগত হইয়া হতবাক হয়েন এবং ঐরুপ ভ্রমাত্বক রেকর্ড সংশোধনের জন্য অত্র মোর্কদ্দমা দায়ের করিবার কারণ উদ্ধব হইয়াছে বাদীগণের নালিশী সম্পত্তিতে স্বত্ত্ব স্বার্থ ও বসত বাড়ি ঘর-দরজা থাকায়বাদীগণ রেকর্ড সংশোধন বাবদ ডিক্রী পাইতে আইনত হকদার হইতেছেন

অত্রাদালতের এলাধীন জেলা খুলনা থানা ফুলতলা মৌজা ১৮ নং দামোদর মধ্যে নালিশী সম্পত্তির অবস্থান বিধায় অত্রাদালতের এখতিয়াভুক্ত হইতেছে

অত্রাদালতের এলাকা ও রসুম নির্ননার্থে বর্তমান জরিপের বি,আর,এস রেকর্ড সংশোধন মোর্কদ্দমা বিধায় ১০০০ টাকা কোর্ট ফি প্রদত্ত অত্র মোর্কদ্দমা দায়ের করা গেল

১০ একারণ বাদীগণ প্রার্থনা করেন যে,
() নালিশী ০.০৭৭৫ একর সম্পত্তির উপর বর্নিত মতে রেকর্ড সংশোধন হইয়া বাদীদের নামে রেকর্ড হয়
() রেকর্ড সংশোধন বাবদ রায় ও ডিক্রীর অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরনের আদেশ হয়
() মোর্কদ্দমায় যাবতীয় খরচা বিবাদীগণের বিরুদ্ধে ডিক্রী হয়
() প্লিডিংস এবং ন্যায় বিচারের স্বার্থে বাদীগন আর যে যে প্রতিকার পাইতে পারেন বা পাইতে হকদার বাদীপক্ষকে তাহার ডিক্রী দিতে মর্জি হয়


চলমান পাতা-০৪





পাতা নং-০৪


তপশিলঃ
জেলা খুলনা থানা ফুলতলা মৌজা ১৮ নং দামোদর মধ্যে এস,এ খতিয়ান নং ৬৩৭ দাগ নং ৪০২ সম্পত্তি  .৩৪০০ একর যাহার বি,আর,এস খতিয়ান নং-৪৮৬৭ দাগ নং ১২৬১ সম্পত্তি ০.০৫০০ একরের মধ্য ০.০১০০ একর দাগ নং ১২৬২ সম্পত্তি ০.১৩০০ একরের মধ্য ০.০৬০০ একর, বি,আর,এস খতিয়ান নং ৩০৭২ দাগ নং ১২৬৭ সম্পত্তি ০.০৭০০ একরের মধ্য ০.০০৭৫ একর একুনে (.১০০+.০৬০০+.০০৭৫)=.০৭৭৫ একর বাদীগণের দাবীকৃত নালিশী সম্পত্তি হইতেছে


 
                           
                                                                            সত্যপাঠ
আমরা নিম্ন স্বাক্ষরকারী ঘোষনা করিতেছি যে, অত্র লিখিত দরখাস্তের বিবরণ সমূহ সত্য জানিয়া অত্র সত্যপাঠে স্বাক্ষর করিলাম ।

No comments:

Post a Comment