Monday, May 14, 2018

নাদাবী- পত্র





নাদাবী-
নাদাবীপত্র গ্রহিতাঃ                                          
গোলাম মোকতাদের মহলদার                                                              
পিতাঃ মৃত ইমান আলী মহলদার                                                 
মাতাঃকদভানু                                                                      
জন্ম তারিখঃ ০১-০১-১৯৬৩ ইং                                                 
সাং-ঢাকুরিয়া                                                                      
পোষ্টঃ বুড়িয়ারডাঙ্গা                                                              
থানাঃ ফুলতলা                                                                    
জেলাঃ খুলনা                                                                      
আইডি নং-৪৭১৬৯৭৬০১০৪৪২                                                  
ag©-Bmjvg, †ckv-জমাজমি,                                                    
RvZxqZv-evsjv‡`kx|                                                           
নাদাবীপত্র দাতাঃ
মোঃ ওয়াজেদ আলী শেখ
পিতাঃ মৃত মান্দার শেখ
মাতঃ মৃত মকফুল বিবি
জন্ম তারিখঃ ১৫/০৫/১৯৩৫ইং
সাং-ঢাকুরিয়া,থানাঃফুলতলা, খুলনা
হাল সাং-গাজীপুর সাভারপাড়া
ডাকঘর-গাজীপুর রউফিয়া
থানাঃঅভয়নগর
জেলা-যশোর।
আইডি নং-৪১২০৪০৮৭৫৬৯৯০
ag©-Bmjvg, †ckv-জমাজমি
RvZxqZv-evsjv‡`kx|
চলমান পাতা-



পাতা নং-০২

পরম করুনাময় আল্লাহতায়ালার নামে অত্র নাদাবী-পত্র লেখা আরম্ভ করিতেছি যে, নিম্ন তফশিল বর্নিত সম্পত্তি যাহা ৬ নং যোগিনীপাশা মৌজায় সি,এস, খতিয়ান নং-২৫২, ২০১, ১৯৩৫, ২৮৫১, ১৯৪ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক ছিলেন ঢাকুরিয়া সাকিনের মান উল্লা মহলদার এর তিন পুত্র () ছবেদ আল মহলদার () অবেদ আলী মহলদার () সুমুজ উদ্দিন মহলদার জমাজমিতে ভোগদখল থাকা অবস্থায় সুমুজউদ্দিন মহলদার অবিবাহিত অবস্থায় মৃত্যুবরন করেন ।অতঃপর অবেদ আলী মহলদার শুধু মাত্র ১ স্ত্রীকে ওয়ারেশ রাখিয়া মৃত্যুবরন করেন । রেকর্ডীয় মালিক ছবেদ আলী  মহলদার পিং-মান  উল্লা  মহলদার  ৸৵ আনা অংশে মালিক হন ।  উক্ত ছবেদ আলী মহলদার পিং-মান উল্লা মহলদার উক্ত জমিতে শান্তিপূর্ন ভোগদখল থাকাবস্থায় ১ পুত্র নেছারউদ্দিন মহলদারকে ওয়ারেশ রাখিয়া মৃত্যুবরন করেন । নেছারউদ্দিন উক্ত জমিতে শান্তিপূর্ন ভোগদখল থাকাবস্থায় ১ স্ত্রী, ১ পুত্র ১ কন্যা যথাক্রমে স্ত্রী আমিরুন্নেছা, পুত্র আফছার উদ্দিন মহলদার ও কন্যা ছবুরোননেছা কে ওয়ারেশ রাখিয়া মৃত্যুবরন করেন । স্ত্রী আমিরুনন্নেছার নিকট হইতে গত ইং-১২/০৫/৭৩ তারিখের খুলনা ২য় জয়েন্ট সাব-রেজিষ্ট্রি অফিসের ২৬ নং ভলিয়মের ২১৬ পাতা হইতে ২১৯ পাতা পর্যন্ত লিপিবদ্ধ ১৫৬৮ নং কোবলা দলিল মুলে আমি নাদাবী-পত্র দলিল দাতা খরিদ করিয়াশান্তিপূর্নভাবে ভোগদখলে আছি । নাদাবী-পত্র গ্রহিতা তুমি আমার ভাইপো হইতেছ । তোমাকে পূর্বে  অনেক জমাজমি দিয়াছি কাগজপত্রাদির সমস্যার কারনে রেজিঃ দলিল না করিতে পারায় নাদাবীপত্র দলিল করিয়া দিলাম । একারনে উক্ত সম্পত্তি উল্লেখিথ দলিল মুলে আমার ভোগদখলের স্থলে তুমি ভোগদখল করিবে । কম্ষিনকালে আমি কিংম্বা আমার কোন ওয়ারেশগণ কেহ কখনও দাবী করিতে পারিবেন না । দাবী করিলে আইন ও আদালতে অগ্রাহ্য বলিয়া বিবেচিত হইবে । ইহা অত্র নাদাবী-পত্র সম্পত্তি হইতেছে ।

তফশিল বর্নিত সম্পত্তিঃ
১ নং তফশিলঃ জেলা-খুলনা, থানা+উপজেলা-ফুলতলা, মৌজাঃ ৬ নং যোগিনীপাশা, সি,এস খতিয়ান নং ২৫২ দাগ নং-৪৪৬৩--- .০৭০০ একরের মধ্য ০.০০৫০ একর ।

২ নং তফশিলঃ জেলা-খুলনা, থানা+উপজেলা-ফুলতলা, মৌজাঃ ৬ নং যোগিনীপাশা, সি,এস খতিয়ান নং ২০১ দাগ নং-৪৪৬০--- .৩১০০ একর ও দাগ নং ৪৪৬১---.০৮০০ একর মোট ০.৩৯০০ একরের মধ্য হতে ০.০২৫০ একর ।

চলমান পাতা-

পাতা নং-০২

৩ নং তফশিলঃ জেলা-খুলনা, থানা+উপজেলা-ফুলতলা, মৌজাঃ ৬ নং যোগিনীপাশা, সি,এস খতিয়ান নং ১৯৩৫ দাগ নং-৪৪৬২--- .০৮০০ একর, দাগ নং ৪৪৬৪--- .১৯০০ একর, দাগনং-৪৪৬৫---.১২০০ একর মোট ০.৩৯০০ একরের মধ্য হতে ০.০২৫০ একর ।
৪ নং তফশিলঃ জেলা-খুলনা, থানা+উপজেলা-ফুলতলা, মৌজাঃ ৬ নং যোগিনীপাশা, সি,এস খতিয়ান নং ২৮৫১ দাগ নং-৪৪৬৬--- .১৮০০ একরের মধ্য ০.০১০০ একর ।
৫ নং তফশিলঃ জেলা-খুলনা, থানা+উপজেলা-ফুলতলা, মৌজাঃ ৬ নং যোগিনীপাশা, সি,এস খতিয়ান নং ১৯৪ দাগ নং-৪৪৫৯--- .৩৭০০ একরের মধ্য ০.০২২৫ একর ।
সর্বমোট ৫টি তফশিলে ০.০৮৭৫ একর জমি নাদাবী পত্র সম্পত্তি হইতেছে ।


No comments:

Post a Comment