Wednesday, November 20, 2024

উপদেষ্টামণ্ডলীর সদস্যরাই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যেতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেবো : ড. ইউনূস

 

রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দেয়া হবে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, সংস্কারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো এবং তাদের ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে যে নির্বাচন কত দ্রুত হবে। রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেব। গতকাল বণিক বার্তাসহ একাধিক দেশি বিদেশী গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বাইরে থেকে এসেছি। অর্থনীতি, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সবকিছুই বেহাল দশা। উপদেষ্টা পরিষদের সদস্যরা আজকেই দায়িত্ব ছেড়ে দিয়ে নিজ পেশায় চলে যেতে চান। তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে। উপদেষ্টা পদে থাকায় ছেলেমেয়েদের বেতন দিতে পারেন না। তারা দ্রুতই অন্তর্বর্তী সরকার থেকে চলে যেতে যান।

No comments:

Post a Comment