Hot Posts

6/recent/ticker-posts

বায়না পত্র লেখার নিয়ম


বায়না পত্র

মো: জয়নাল আবদিন, পিতা- ছেরাজুল হক, সাং-জয়নারায়ন পুর, ডাকঘর-রাজাপুর বাজার, থানা-দাগনভূঁঞা, জেলা-ফেনী, ধর্ম-ইসলাম, পেশা-চাকুরি, জাতীয়তা-বাংলাদেশী।
-     -  - বায়নাপত্র গ্রহিতা।


মোসা: তাহেরের নেছা, স্বামী- মৃত মো: ইউনুছ মিয়া, ২। মো: গিয়াস উদ্দিন, পিতা- মৃত মো: ইউনুছ মিয়া, সাং-জয়নারায়নপুর, ডাকঘর-রাজাপুর বাজার, থানা-দাগনভূঁঞা, জেলা-ফেনী, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা, জাতীয়তা-বাংলাদেশী।
-  -  - বায়নাপত্র দাতা।

পরম করুনাময় আল্লাহর নামে বায়না পত্র আরম্ভ করিলাম, যেহেতু আমাদের নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমাদের মালিকীয় দখলীয় মোয়াজি ০৮ আট শতাংশ ভূমি বিক্রি করার প্রস্তাব করিলে আপনি তাহা খরিদ করিতে ইচ্ছুক হওয়ায়, সেমতে উক্ত ভূমির মোট মূল্য মং-১,৭৮০০০/-এক লক্ষ আটাত্তর হাজার টাকা সুস্থির করিয়া অদ্য আপনার নিজ তহবিল হইতে বায়না বাবত মং ১.৫০০০০/- এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় স্বাক্ষীগণের মোকাবিলায় বুঝিয়া পাইলাম। বায়নাকৃত  ভূমি বাদ বাকী মং- ২৮,০০০/- আটাশ হাজার টাকা বায়নাকৃত ভূমির চতুর দিকে আমিন দ্বারা মাপ ঝোপ করিয়া সীমানা পিলার দিয়ে বায়নাকৃত ভূমি চিহ্নিত করিয়া দিব এবং রেজিস্ট্রারি সংক্রান্ত কাগজ পত্র সংগ্রহ ক্রমে জমাখারিজ করাইয়া ৯০ দিনের ভিতরে যে কোন দিন রেজিস্ট্রী করিয়া নিবেন এবং আমিও উপরোক্ত মর্ম মতে রেজিস্ট্রী করিয়া দিতে বাধ্য থাকিব। না দিলে আপনি আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারিবেন। ইহাতে আমরা কি আমাদের স্থলবর্তী ওয়ারিশানের কাহারো কোন প্রকার ওজর আপত্তি থাকিবেনা।
এতদ্বার্থে আমাদের স্বেচ্ছায়, স্বজ্ঞানে স্বাক্ষীগণের মোকাবিলায় অত্র বায়নাপত্র সম্পাদন করিয়া দিলাম, ইতি তাং-


তফসিল বায়নাকৃত ভূমির বর্ণনা

তাহা সি.এস ২৭ বি.এস ২৯ নং জয়নারায়ন পুর মোজার বি.এস       

সি.এস/এস.এ ১৫৯২ দাগ বি.এস                    দাগ ৪৫ শতাংশ আন্দরে পশ্চিম অংশে আমি এক নং দাত্রী তাহেরের নেছা ০৬ শতাংশ ও ২ নং দাতা ০২ শতাংশ একুনে উভয় দাতার মোট ০৮ শতাংশ ভূমি বায়নাকৃত বটে।
স্বাক্ষীঃ                                                                অত্র দলিল পাঠ করিয়া অবগত হইলাম।



মুসাবিধা কারক

(আবদুল হক)
থানা- দাগনভূঞা , জেলাঃ ফেনী ।



Post a Comment

0 Comments