রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে তিনতলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে মানুষের ভিড় ও উল্লাস দেখা গেছে। সকাল ৯টা পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির পরিস্থিতি দেখে নিন ছবিতে।