Sunday, January 19, 2025

ঊরুর চাপে একের পর এক তরমুজ ভাঙলেন তুরস্কের নারী

 

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে মানুষ কতশত কাণ্ডই না করেন। যেমন তুরস্কের এক নারী ঊরুর চাপ দিয়ে ভেঙে ফেলতে পারেন একের পর এক আস্ত তরমুজ। ওই নারীর নাম গোজদে দোগান। তিনি এক মিনিটে ঊরুর চাপ দিয়ে পাঁচটি তরমুজ ভেঙে রেকর্ড গড়েছেন।

গত শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ দোগানের এ কাণ্ডের একটি ভিডিও পোস্ট করছে। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই সারি তরমুজের মাঝখানে বসে আছেন দোগান। সময় গণনা শুরু হওয়ার পর তিনি একটি একটি করে তরমুজ তুলে দুই ঊরুর মাঝখানে রাখছেন এবং প্রচণ্ড চাপ দিয়ে সেগুলো ভেঙে ফেলছেন। একটি তরমুজ ভাঙার পর তাঁকে বারবার ঊরু মুছে নিতে দেখা যাচ্ছে। পরের তরমুজটি যেন পিছলে না যায়। এভাবে তিনি এক মিনিটে একে একে পাঁচটি তরমুজ ভেঙে ফেলেন।

No comments:

Post a Comment