Thursday, January 11, 2024

আজ থেকে চলবে বেনাপোল এক্সপ্রেস

 

রাজধানীর গোপীবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে বন্ধ রাখা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আজ থেকে চলাচল শুরু করবে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ের বেনাপোলের স্টেশনমাস্টার শাহিদুজ্জামান খবরের কাগজকে জানান, বৃহস্পতিবার ট্রেনটি ঢাকা পৌঁছে আবার রাত ১১টা ৪৫ মিনিটে বেনাপোলে উদ্দেশে ছেড়ে আসবে।

গত শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন যাত্রীর মৃত্যু হয়। 

 নজরুল ইসলাম/সাদিয়া নাহার/অমিয়/


facebook sharing button

No comments:

Post a Comment