Saturday, January 13, 2024

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা


By using this site, you agree t

ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানছবি: ইউএনবি

আওয়ামী লীগের টানা চতুর্থবার ও মোট পঞ্চমবার সরকার গঠন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিন বাহিনী থেকে আগত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাধিসৌধের বেদিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে তিনি কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে আরও একবার পুষ্পস্তবক অর্পণ করেন।

শেখ হাসিনা বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করেন।

৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৯৮টি আসনের মধ্যে ২২২টি আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে।

No comments:

Post a Comment