শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গৃহবধূ জান্নাতুল ফেরদৌসীকে (১৯) আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে এ মামলা করেন। এতে জান্নাতুলের স্বামী শিপন মিয়া, শ্বশুর, শাশুড়ি ও ননদকে আসামি করা হয়েছে।
জান্নাতুল ফেরদৌসী উপজেলার বিশগিরিপাড়া গ্রামের গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। সাত পৃষ্ঠার একটি চিঠি লিখে গত শনিবার রাতে তিনি বাবার বাড়িতে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ করেছেন তাঁর বাবার বাড়ির সদস্যরা।
No comments:
Post a Comment