পাশ করেননি ডাক্তারি। তাতে কী হয়েছে? ২০ বছর ধরে দেদার করে চলেছেন অস্ত্রোপচার। ঠিক যেন ‘মুন্না ভাই এমবিবিএসস’ সিনেমার মত। তবে শুধু সিনেমা নয় এবার বাস্তবে ঘটেছে একই ঘটনা। থাইল্যান্ডে একজন ব্যক্তি মাত্র নবম শ্রেণী পাশ করেই ২০ বছর ধরে করে চলেছেন অস্ত্রোপচার।
তিবেদন মারফত জানা গিয়েছে, এই ভুয়া চিকিৎসক নিজেকে একটি নামী কলেজ থেকে শিক্ষিত ডাক্তার পরিচয় দিয়ে ক্লিনিক খুলেছিলেন। মানুষজন তাদের ব্যক্তিগত সমস্যা সংক্রান্ত রোগের সমাধানের জন্য তার কাছে আসতেন। এরপর তিনি রোগীদের আশ্বস্ত করে ছোট অস্ত্রোপচার করতেন। বেশ নামডাক তার ছিল। এমন করেই তিনি কাটিয়ে দেন প্রায় ২০ বছর। তবে আচমকাই তার কীর্তিকলাপ এসে যায় সামনে।
প্রশ্ন হল কীভাবে সামনে এল কুকর্ম? এক ব্যক্তিকে অপারেশন করার পর মারাত্মক ইনফেকশন হয়ে যায়। সে ডাক্তারের কাছে আসলেও মেলেনি সদুত্তর। তাতেই রোগীর সন্দেহ হয়। সন্দেহ বাড়ার সঙ্গে সঙ্গেই রোগী পুলিশের সাথে যোগাযোগ করে। এরপর পুরো ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করে।
পুলিশ স্টিং অপারেশন শুরু করতেই সামনে আসে ওই ডাক্তার ভুয়া। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে পুলিশ। আর গ্রেফতারির পরই সে স্বীকার করে যে ডাক্তারি নিয়ে কোনদিনও পড়াশোনা করেনি। তাতেই প্রকাশ্যে আসে ভুয়া ডাক্তারের আসল মুখোশ।
0 Comments