Wednesday, September 25, 2024

নবম শ্রেণি পাশ করেই ২০ বছর ধরে অস্ত্রোপচার!

 

পাশ করেননি ডাক্তারি। তাতে কী হয়েছে? ২০ বছর ধরে দেদার করে চলেছেন অস্ত্রোপচার। ঠিক যেন ‘মুন্না ভাই এমবিবিএসস’ সিনেমার মত। তবে শুধু সিনেমা নয় এবার বাস্তবে ঘটেছে একই ঘটনা। থাইল্যান্ডে একজন ব্যক্তি মাত্র নবম শ্রেণী পাশ করেই ২০ বছর ধরে করে চলেছেন অস্ত্রোপচার।

 

প্রশ্ন হল কীভাবে সামনে এল কুকর্ম? এক ব্যক্তিকে অপারেশন করার পর মারাত্মক ইনফেকশন হয়ে যায়। সে ডাক্তারের কাছে আসলেও মেলেনি সদুত্তর। তাতেই রোগীর সন্দেহ হয়। সন্দেহ বাড়ার সঙ্গে সঙ্গেই রোগী পুলিশের সাথে যোগাযোগ করে। এরপর পুরো ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করে।

 


পুলিশ স্টিং অপারেশন শুরু করতেই সামনে আসে ওই ডাক্তার ভুয়া। সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে পুলিশ। আর গ্রেফতারির পরই সে স্বীকার করে যে ডাক্তারি নিয়ে কোনদিনও পড়াশোনা করেনি। তাতেই প্রকাশ্যে আসে ভুয়া ডাক্তারের আসল মুখোশ।

No comments:

Post a Comment