সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কিনা, সেটি যাচাইয়ে কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে এই কমিটি গঠন হবে বলে মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান।
এর আগে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। ছয়জন শিক্ষার্থী প্রতিনিধি ওই আলোচনায় অংশ নেন।
সিরাজ-উদ-দৌলা খান বলেন, আলোচনা শেষে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে
একটি কমিটি গঠন করা হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে।
আগামী সপ্তাহে এই কমিটি হবে। আগামী রোববাব থেকে বৃহস্পতিবারের মধ্যে কমিটি ঘোষণা করা হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি যৌক্তিক কিনা, তা যাচাই করবে এই কমিটি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটি কমিশন নয়, সম্ভাব্যতা যাচাই করতে কমিটি গঠন করা হবে।'
এর আগে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচির মধ্যে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ প্রবেশ করায় বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা।
বিক্ষোভের মুখে দুপুর পৌনে ১টার দিকে পুলিশ সদস্যরা ক্যাম্পাস থেকে বেরিয়ে গেটের সামনে অবস্থান নিয়েছে।
পুলিশ বলছে, কোনোভাবেই শিক্ষার্থীদের সড়কে নামতে দেওয়া হবে না। আর শিক্ষার্থীরা বলছেন, তাদের 'ক্লোজডাউন' কর্মসূচি চলছে; সড়ক বা রেলপথ অবরোধ কর্মসূচি নেই।
বিশ্ববিদ্যালয়ের দাবিতে আগেরদিন সোমবার মহাখালীতে বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শত শত শিক্ষার্থী। দুই ঘণ্টার বিরতিতে সন্ধ্যা ৬টায় ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান তারা। রাত ৯টায় নতুন কর্মসূচি ঘোষণা করে মহাখালী-গুলশান সংযোগ সড়কের অবরোধ তুলে নেওয়া হয়।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকাল থেকে কলেজের সামনে, আমতলীসহ আশপাশের সড়কে বিপুলসংখ্যক পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। একই সঙ্গে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে দেখা গেছে সেনা সদস্যদের। রেললাইনের পাশ দিয়ে পুলিশের অবস্থান দেখা গেছে।
কলেজের বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ বলেন, সকাল থেকে ক্যাম্পাসে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। তবে শিক্ষার্থীদের তোপের মুখে দুপুর পৌনে ১টার দিকে তারা ক্যাম্পাস থেকে বেরিয়ে গেটের সামনে অবস্থান নিয়েছেন।
No comments:
Post a Comment