Wednesday, December 25, 2024

তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে: জামায়াতের আমির


 খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে। ছবি: প্রথম আলো

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আবহমান কাল থেকে আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি। এমন একটি দেশকে বিগত দিনে যারা শাসন করেছে, একটানা সাড়ে ১৫ বছর, তারা মনের মতো করে সাজাতে পারেনি। তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে। দেশের মানুষের হাতে কাজ তুলে দেওয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে।’

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল মোড়ে আজ বৃহস্পতিবার সকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। ডুমুরিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে এই পথসভা অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment