Wednesday, January 10, 2024

বিয়ে করছেন মৌসুমী হামিদ

 

                    মৌসুমী হামিদছবি: ফেসবুক থেকে


তিন বছর আগে প্রথম আলোকে বলেছিলেন, সমান উচ্চতার ছেলে পেলেই বিয়ে করবেন মৌসুমী হামিদ। সমান উচ্চতা না পেলেও কম উচ্চতার একজনকে বিয়ে করছেন এই অভিনয়শিল্পী। লাক্স তারকাখ্যাত মৌসুমী হামিদ এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করেছেন। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন করেছেন। গতকাল বুধবার তাঁদের এই গায়েহলুদ অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। কাল শুক্রবার তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন মৌসুমী হামিদই।

মৌসুমী হামিদ
মৌসুমী হামিদ
ছবি : শিল্পীর সৌজন্যে

আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোর সঙ্গে কথা হলে মৌসুমী হামিদ জানালেন, তাঁর হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত।

‘মৌসুমী হামিদের সঙ্গে প্রেম করে বুঝতে হবে ভালোবাসার রহস্য’

‘মৌসুমী হামিদের সঙ্গে প্রেম করে বুঝতে হবে ভালোবাসার রহস্য’
মৌসুমী হামিদের গায়েহলুদ
মৌসুমী হামিদের গায়েহলুদ
ছবি : মৌসুমী হামিদের সৌজন্যে

মৌসুমী বলেন, ‘আমার গায়েহলুদ হলো। খুব ছোট্ট করে বাসার ছাদে এই আয়োজন করেছি। রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।’
আবু সাইয়িদ রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এর মধ্যে ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ উল্লেখযোগ্য।

আরও পড়ুন

আমিও চাই, কেউ আমায় কেয়ার করুক, ভালোবাসুক, গুরুত্ব দিক: মৌসুমী হামিদ

আমিও চাই, কেউ আমায় কেয়ার করুক, ভালোবাসুক, গুরুত্ব দিক: মৌসুমী হামিদ

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। তাঁর ক্যারিয়ারের বয়স এক যুগেরও বেশি। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এ ছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’।

মৌসুমী হামিদের গায়েহলুদ
মৌসুমী হামিদের গায়েহলুদ
ছবি : মৌসুমী হামিদের সৌজন্যে

No comments:

Post a Comment