Wednesday, January 10, 2024

তাইওয়ানের নির্বাচনে হস্তক্ষেপ সহ্য করা হবে না, চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

 


তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের পতাকাপ্রতীকী ছবি: রয়টার্স

তাইওয়ানের আসন্ন প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বাইরে থেকে কোনো ধরনের হস্তক্ষেপ ও প্রভাব খাটানোর চেষ্টার বিরোধিতা করা হবে বলে চীনের উদ্দেশে এমন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই হুঁশিয়ারি দেন।

আগামী শনিবার (১৩ জানুয়ারি) তাইওয়ানে পরবর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অনিবার্য, বললেন সি

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অনিবার্য, বললেন সি

তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধ বেশ পুরোনো। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সামরিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে একমত হন। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বৈঠকে এ বিষয়ে একমত হন দুই নেতা। এর মধ্যে তাইওয়ানের নির্বাচন নিয়ে আবার চীন-মার্কিন বিরোধের আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশ না করা শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘তাইওয়ানের নির্বাচনে বাইরে থেকে যেকোনো হস্তক্ষেপ ও প্রভাবের বিরোধিতা করছি আমরা। নির্বাচনে যে–ই জয় পায় না কেন, তাইওয়ান নিয়ে আমাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অনানুষ্ঠানিক সম্পর্ক একইভাবে চলমান থাকবে।’

আন্তর্জাতিক মহলে তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র ওয়াশিংটন। সেই সঙ্গে তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারীও যুক্তরাষ্ট্র। চীন তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে। তাইওয়ান নিয়ে চীনের এমন অবস্থানের বিপক্ষে ওয়াশিংটন। আর এটা নিয়েই বেইজিং-ওয়াশিংটনের বিরোধ।

এদিকে ‍যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পর তাইওয়ানে অনানুষ্ঠানিক প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করেছে ওয়াশিংটন। গতকাল বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এসব কথা বলেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান সি




No comments:

Post a Comment