মশা কাদের বেশি কামড়ায়?
কোনো কোনো গবেষণা বলছে, রক্তের গ্রুপ ‘ও’ হলে মশার কামড় খাওয়ার ঝুঁকি বেশি। তা সেটা ‘ও পজিটিভ’ বা ‘ও নেগেটিভ’ যেটিই হোক। অন্যান্য গবেষণার ফলাফল কিন্তু আবার অন্য রকম। তাহলে ব্যাপারটা কী দাঁড়াল? সীমিত পরিসরে হওয়া এসব গবেষণার কোনোটিকেই ধ্রুব সত্য হিসেবে মেনে নেওয়ার উপায় নেই। কারণ, সুযোগ পেলে মশা যে কাউকেই কামড়ে দেবে।
কিছু গবেষণায় এমনও দেখা গেছে, যাঁরা নিয়মিত মোজা বদলান না, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে খুব একটা সচেতন থাকেন না, মশা তাঁদের বেশি কামড়ায়। আবার যাঁরা নিয়মিত সাবান, ময়েশ্চারাইজার, ডিওডরেন্ট বা অন্য কোনো প্রসাধনী ব্যবহার করেন ত্বকের কোনো অংশে, তাঁদের ত্বকের সেই অংশে মশা কম কামড়ায়। কিন্তু এমন বহু উদাহরণ খুঁজে পাওয়া যায় যে একেবারে ঝকঝকে একটা ঘরেও মশা কামড়ে দেয় ছোট্ট কোনো শিশুকে; যে শিশুকে তাঁর মা নিয়মিত সাবান দিয়ে গোসল করিয়ে ময়েশ্চারাইজার মাখিয়ে পরিপাটি করে রাখেন। কাজেই এসব গবেষণার কোনোটিই প্রমাণ করে না যে এ ধরনের কোনো বিষয় আপনাকে মশার কামড় থেকে সুরক্ষিত রাখবে।
No comments:
Post a Comment